পিরোজপুরে পুড়ল ১৭ দোকান
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি দোকান পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার খেজুরতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে খেজুরতলা বাজারের একটি দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে নাজিরপুর ও পিরোজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৬টি দোকান পুড়ে যায়।
এ ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি অবহিত আছেন বলে জানিয়েছেন।