শিশু ও নারী নির্যাতন বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান এফপিএবির
দেশে শিশু ও নারী নির্যাতন বন্ধে সামাজিক সংগঠনসহ সমাজের সবাইকে এর বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)।
কুমিল্লা মহানগরীর কান্দির পাড়ে আজ বৃহস্পতিবার সকালে ঘণ্টাব্যাপী এক মানবন্ধনে এ আহ্বান জানানো হয়।
দেশের বিভিন্ন স্থানে শিশু ও নারী নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনে বক্তব্য দেন এফপিএবি সভাপতি অনুপ রঞ্জন বসু ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন বাবুল। অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানিয়ে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে।