বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভ্যাট কমবে না : অর্থমন্ত্রী
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরোপিত ভ্যাট কিছুতেই কমানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার দুপুরে সিলেটের বাগবাড়ী এলাকায় বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সরকারি শিশু সদনে খাবার বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।
urgentPhoto
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে খুন-খারাবি হলেই স্বাভাবিকভাবে ধারণা করা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সেদিক থেকে বিবেচনা করলে ঠিক আছে। তবে কয়েকটি হত্যার ঘটনা ছাড়া সার্বিক পরিস্থিতি ভালোই আছে।’
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত কর কমানো হবে কি না—জানতে চাইলে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তারা ৫০ হাজার-৩০ হাজার টাকা বেতন দিতে পারে। আর মাত্র সাড়ে ৭ শতাংশ ভ্যাট কেন দেবে না? এটা হতে পারে না। তাদের আন্দোলনে আমার কোনো সমর্থন নেই।’