ওরস থেকে ফেরার পথে গেল প্রাণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জিপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজারে ওরস থেকে মাইক্রোবাসে করে কয়েকজন লোক বানিয়াচং ফিরছিলেন। মাইক্রোবাসটি রত্না এলাকায় পৌঁছালে হবিগঞ্জমুখী একটি জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আবদুল গণি নামের একজন মারা যান।
নিহত আবদুল গণি বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের শাবান মিয়ার ছেলে। দুর্ঘটনায় আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।