আ. লীগ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে : উপমন্ত্রী
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের উন্নয়ন হয়েছে। আর বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় এসেছে, তখন দেশের সম্পদ ও অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। শেখ হাসিনার সরকার কৃষিক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নেওয়ায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা আমাদের খাদ্য চাহিদা পূরণ করে বিদেশে চাল রপ্তানি করছি। সরকার কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আজ শুক্রবার বিকেলে নেত্রকোনার উপকণ্ঠে রাজুর বাজারে নবনির্মিত অত্যাধুনিক প্রযুক্তির ‘রাসেল অটো রাইস মিল’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী। এ সময় তিনি এ অঞ্চলের ব্যবসায়ীদের আরো বেশি করে কৃষিনির্ভর শিল্প কল-কারখানা স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানান।
‘রাসেল অটো রাইস মিলের’ স্বত্বাধিকারী ফরিদ আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন আকন্দ, মাইডাস ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজম, বিশিষ্ট ব্যবসায়ী বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান রেজভী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা খাদ্য কর্মকর্তা মো. রফিজ উদ্দিন প্রমুখ।