শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে সংঘর্ষ, যুবলীগকর্মী নিহত
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সবুজ নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
urgentPhoto
আহতদের মধ্যে যুবলীগকর্মী বিদ্যুৎ ও আজমলকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। র্যাব-পুলিশের উপস্থিতিতে এ মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনার পর শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের কর্মীরা জানায়, বেলা ১১টার দিকে কুষ্টিয়ার মোহিনী মিল গেট থেকে জাতীয় শোক দিবসের মিছিল বের হয়। মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে মজমপুর গেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের বিভিন্ন স্তরের কর্মীরা। ফেরার সময় হঠাৎ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের মধ্যে কয়েকটি গুলির ঘটনাও ঘটে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত তিনজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে বেলা ১টার দিকে অস্ত্রোপচারের টেবিলে সবুজ মারা যান।
যুবলীগকর্মী নিহত সবুজের পরিচয় নিশ্চিত করেছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।