কেক না কাটায় খালেদা জিয়াকে নৌমন্ত্রীর ধন্যবাদ
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নিজের জন্মদিনে কেক না কাটায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এত দিন পর বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন, তাঁর সুমতি হয়েছে। প্রথম প্রহর পার হয়ে গেল তিনি কেক কাটেননি। কাজেই এটাই প্রমাণিত হয়, এত দিন তিনি যে কাজটি করেছেন, অন্যায় করেছেন এবং বঙ্গবন্ধু প্রতি অমর্যাদা করার জন্য তিনি এ কাজটি করতেন।’
‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কথায় সাড়া দিয়ে জন্মদিনে কেক না কাটায় তাঁকে ধন্যবাদ জানাই। পাশাপাশি তাঁকে এটাও অনুরোধ করব, বাংলাদেশে এখন আর খুনের রাজনীতি নেই। এ দেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের দিন শেষ। এ দেশের স্বাধীনতাকে নসাৎ না করে সঠিক গণতন্ত্রে ফিরে আসারও আহ্বান জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সদস্য সদস্য রোকসান ইয়াসমিন ছুটি, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্ট কালোরাতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা শহরে একটি শোক র্যালি বের হয়। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।