বিনম্র শ্রদ্ধায় সারা দেশে জাতীয় শোক দিবস পালন
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান। আলোচনা সভা, শোকর্যালি, কাঙালিভোজ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
urgentPhoto
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমণ্ডি-৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী চক্র। এদিনে তাদের হাতে বঙ্গবন্ধুসহ একে একে প্রাণ দিয়েছেন তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় অনুষ্ঠিত নানা কর্মসূচি সম্পর্কে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
জাহিদুর রহমান : সকালে সাভার উপজেলা মিলনায়তনে আলোচনা সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেনজিসসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া কলকাকলি বিদ্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ভজন দাস, নেত্রকোনা : সকাল ৯টার দিকে জেলা শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) এমপি। পরে শোকর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : সকাল সাড়ে ৮টায় নিউমার্কেটের সামনে থেকে একটি শোকর্যালি বের হয়ে খুলনা বেতার কেন্দ্রে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে। র্যালিতে খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, খুলনা বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মাহবুবুল হাকিম, জেলা প্রশাসক মো. মোস্তফা কামালসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপি, সাবেক হুইপ এস এম মোস্তাফা রশিদী সুজা এমপি, জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ প্রমুখ। পরে খুলনা বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রশাসনের কর্মকর্তা, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া নগরীর প্রতিটি মহল্লায় গতকাল মধ্যরাতে থেকে কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল এবং পরে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ : সকালে জেলার সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি শোকর্যালি বের হয়। র্যালিটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন দলীয় কার্যালয়ে কোরআন খতম, দোয়া মাহফিল এবং শহরে বিভিন্ন রাস্তার মোড়ে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে।
এস এম উমেদ আলী, মৌলভীবাজার : সকাল ৯টার দিকে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন সমাজকল্যাণমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী। পরে স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসন এবং ৩৬ শ্রীমঙ্গল সড়কে আওয়ামী লীগ আয়োজিত পৃথক পৃথক শোকসভায় অংশগ্রহণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ, যুগ্ম সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আইয়ুব আলী, ময়মনসিংহ : সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আনোয়ারুল আবেদীন তুহীন এমপি, জেলা সহ-সভাপতি মজিবর রহমান খান মিল্কী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, কোরআন খতম, মিলাদ, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কাঙালিভোজসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ : সকাল সাড়ে ৯টার দিকে জেলা কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশীদ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদ আবুল হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. হারুন অর রশীদ, সিভিল সার্জন ডা. আবদুল হাকিম, পিপি শফিকুল আলম প্রমুখ।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-৫ (সদর) আসনে জাতীয় পার্টির সংসদ সদ্স্য এ কে এম সেলিম ওসমান, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার ড. খন্দকার মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনসহ বিভিন্ন নেতারা। এরপর নগরীতে শোকর্যালি বের হয়। দুপুরে শহরের রাইফেলস ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
সুভাষ চৌধুরী, সাতক্ষীরা : ভোরে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোকমিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাজ্জাক পার্কে এসে মিলিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় বঙ্গবন্ধুর জন্য নিবেদিত কবিতা পাঠের আসর, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও রক্তদান কর্মসূচির। পরে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশসেবার ব্রত নিয়ে জীবন গড়ার আহ্বান জানান। এতে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথির বক্তব্য দেন। কর্মসূচিতে অংশ নিয়ে আরো বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা প্রশাসক মো. নাজমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের আলী, পৌরসভার মেয়র এম এ জলিল, আওয়ামী লীগ নেতা শেখ নুরুল হক, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. শাহাদাত হোসেন, সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র সফিকুদ্দৌলা সাগর, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, পৌর কাউন্সিলর ফারাহ দিবা খান সাথী, জ্যোস্না আরা বেগম প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করছে।
মারুফ আহমেদ, সিলেট : নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), সোনালী ব্যাংক, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সাড়ে ১১টার দিকে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোকর্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের ব্যানারে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে নোমানী ময়দানে এসে শেষ হয়। নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহাব, জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান, পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা। পরে আসাদুজ্জামান মিলনায়তনে জেলা প্রশাসক মো. মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়াত আলী। আলোচনা সভায় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
রশিদ আল মুনান, পিরোজপুর : সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়। পরে একই স্থান থেকে শোকর্যালি বের হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। এ সময় আরো বক্তব্য দেন পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এর আগে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের শুরু হয়। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রামাণ্যচিত্র, চিত্রাঙ্কন, হামদ-নাত, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা : সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোকর্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় শ্রীমন্ত টাউন হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানমালায় জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও অ্যাডভোকেট মো. শামসুজ্জোহা (পিপি) উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম সজল, যশোর : সকালে শহরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে একটি শোকর্যালি বের হয়। র্যালিটি শহরের গরীব শাহ মাজার এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। এরপর বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো এবং মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
কাকন রেজা, শেরপুর : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, সংসদ সদস্য ফাতেমাতুজ্জোহরা শ্যামলী, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম। এ ছাড়া আওয়ামী লীগের স্থানীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া শোকর্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম : সকালে নগরীর শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, চট্টগ্রাম মহানগর পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এর আগে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। সার্কিট হাউস থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোকর্যালি বের হয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র্যালিতে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন নেতৃত্ব দেন।
এদিকে রাউজান উপজেলা আওয়ামী লীগের শোকসভা ও কাঙালিভোজে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এ ছাড়া কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : সকালে পৌরসভা প্রাঙ্গণে মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়। পৌর মেয়র এম এ তাহেরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল গোফরান, নুরুন্নবী চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহউদ্দিন টিপু, কবির হোসেন পাটওয়ারী প্রমুখ। সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার লাহারকান্দি গ্রামে তাঁর নিজ বাড়িতে কাঙালিভোজ ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ : সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। পরে একটি শোকর্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কাঙালিভোজ, আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি : সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি হাইস্কুল মাঠ থেকে একটি বিশাল শোকর্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে। স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে র্যালিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে টাউন হলে জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী পুনর্বাসনবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা। বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী, পুলিশ সুপার মজিদ আলী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমাসহ স্থানীয় নেতারা।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক আবদুর রহিমের সভাপতিত্বে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার : সকালে জেলার সবচেয়ে বড় শোকর্যালিটি বের করা হয় চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। র্যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেওয়া হয়। এরপর শুরু হয় কাঙালিভোজ। চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত কাঙালিভোজে এক লাখ ৫০ হাজার মানুষ অংশ নেয়। এ ছাড়া প্রতিটি পাড়া মহল্লায় চলছে কাঙালিভোজ, ফাতিহা, মিলাদ, কোরআনখানি ও বিশেষ মোনাজাত।
মহসিন মিলন, বেনাপোল : যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা শোকর্যালিতে অংশ নেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেনাপোলে স্থানীয় বলফিল্ডে পৌর মেয়র আশরাফুল আলম লিটনের নেতৃত্বে শোকর্যালি বের হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে ১৫ দিনব্যাপী চিত্র প্রদর্শনী চলছে। শার্শা উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন সাংসদ শেখ আফিল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান।
রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর : সকাল ৯টার দিকে শহিদ শামসুজ্জোহা পার্ক থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি শোকর্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে গার্ড অব অনার প্রদান করে পুলিশের একটি চৌকস দল। পরে সেখানে বঙ্গবন্ধৃর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা আক্তার বানু। পরে জেলা প্রশাসক শফিকুল ইসলাম ও পুলিশ সুপার হামিদুল আলম পুষ্প্যমাল্য অর্পণ করেন। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।
অসীম মণ্ডল, সিরাজগঞ্জ : উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির আয়োজনে সাবেক সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফির নেতৃত্বে সকালে এক শোকর্যালি বের হয়। র্যালিটি সরকারি আকবর আলী কলেজ অডিটোরিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজমাঠে শেষ হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আহ্বায়ক কমিটির সদস্য নবী নেওয়াজ খান বেনুর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, মাহবুব সারওয়ার বকুল, আসাদুল হক, খসরু চৌধুরী প্রমুখ। শোকর্যালি ও আলোচনা সভায় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : দিনের প্রথম প্রহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শোক পতাকা উত্তোলন, জাতীয় পতাকাসহ দলীয় পতাকা অর্ধনমিত রেখে শোকাবহ দিনের সূচনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে শোকর্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।
আবু হোসাইন সুমন, মংলা : উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ পৃথক কর্মসূচি পালন করেছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোকর্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আলী প্রিন্সসহ প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
বিশ্বজিৎ সাহা, নরসিংদী : মাধবদীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঞা রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর আ.লীগের সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিক। সদর উপজেলার করিমপুর ইউনিয়ন আ.লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান হারিছ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সহ-সভাপতি শফিউল আলম বাচ্চু ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
মিজানুর রহমান, ঝিনাইদহ : সকাল সাড়ে ৮টায় স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহরে একটি শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে র্যালি শেষ হয়। সেখানে আলোচনা সভায় জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে কারাগার, এতিমখানায় খাবার বিতরণ করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে শহরে দলীয় নেতাকর্মীরা আরেকটি শোকর্যালি বের করেন। জেলা শহরের পবহাটি, পাগলাকানাই, আরাপপুর, পৌর কমিউনিটি সেন্টারসহ বেশ কয়েকটি স্থানে দোয়া অনুষ্ঠানে যোগ দেন দলীয় নেতাকর্মীরা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের সূচনা করে জেলা আওয়ামী লীগ। এরপর পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল রহিম লালের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। দুপুরে জেলা আওয়ামী লীগের এক বিশাল শোকর্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভায় পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সসহ অন্য নেতারা বক্তব্য দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোকর্যালি শহর প্রদক্ষিণ করে টাউন হল মাঠে আলোচনা সভায় মিলিত হয়। পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে পাবনার শহীদ এম মনসুর আলী কলেজে এক আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি আল নকীব চৌধুরী, পাবনা প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম রবি, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আবদুল আলীম, ড. মুহাম্মদ হবিবুল্লাহ, প্রক্টর আওয়াল কবির জয়, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরী, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ খান প্রমুখ।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : সকালে জেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও দলীয় নেতাকর্মীরা। পরে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোকর্যালিতে অংশগ্রহণ করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনসহ সকল পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। র্যালিটি টাউন হল থেকে শুরু হয়ে জাতির জনকের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শেষ হয়। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে কুমিল্লা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত।