জমির বিরোধে আদিবাসী যুবককে কুপিয়ে হত্যা
দিনাজপুরে সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক আদিবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিকেলে উপজেলার পশ্চিম শিবরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত প্রণয় দাস প্রিন্স ওই গ্রামের গোপাল দাসের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, বিকেল ৩টার দিকে জমি-জমা বিরোধের জের ধরে প্রিন্সকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান ওসি।