বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
দিনাজপুরের পুনর্ভবা নদীতে আজ শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত জুলফিকার আলী তুর্য (১৫) শহরের রামনগর মহল্লার তফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, আজ দুপুর ২টায় শহরের ছাইতনতলা এলাকার সিটি পার্কের পাশে পুনর্ভবা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে জুলফিকার আলী তুর্য পানিতে ডুবে যায়। বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেও তুর্যকে খুঁজে পায়নি।
পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারতৎপরতা শুরু করেন। তিন ঘণ্টা অভিযান চালিয়ে মৃত অবস্থায় তুর্যকে উদ্ধার করেন তাঁরা। এ সময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।