বান্দরবানে ইউপি সদস্যসহ আটক ৮
বান্দরবানের রুমায় বিলাইছড়ি সীমান্ত অঞ্চল থেকে ইউপি সদস্যসহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শনিবার বিকেলে জেলার বড়থলিপাড়া থেকে চাঁদাবাজি এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তাদের আটক করা হয়। আটককৃতরা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে জানা গেছে।
সেনাবাহিনীর রুমা জোনের উপ-অধিনায়ক জানান, আগামী ২৫ আগস্ট রাঙামাটি জেলার বিলাইছড়ির বড়থলি ইউনিয়নের নির্বাচন। এ নির্বাচনে প্রভাব বিস্তার এবং দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী গ্রামগুলোতে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতেই অভিযুক্ত আটজনকে আটক করা হয়। আটককৃতদের রুমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিক রহমান জানান, চাঁদাবাজি এবং ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দুজন ইউপি সদস্যসহ আটজনকে আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন বিলাইছড়ি ইউপির সদস্য জ্যোতির্ময় চাকমা (৩৮), ইউপি সদস্য বিরচিত চাকমা (৪০) এবং স্থানীয় বাসিন্দা শুভময় চাকমা (৩৪), চন্দ্রলাল চাকমা (৩২), উত্তম চাকমা (২৬), বঙ্কিম তঞ্চঙ্গ্যা (৪৫), সুনিল তঞ্চঙ্গ্যা (৩০), দীপায়ন দেওয়ান (৩০)। আটককৃতরা বর্তমানে রুমা থানার হেফাজতে আছেন।