চৌদ্দগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
কুমিল্লায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৌধুরী মিয়া (২৮) অটোরিকশাচালক। তিনি নাঙ্গলকোট উপজেলার শ্রীহাস্য গ্রামের আবু তাহেরের ছেলে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফরহাদ হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক চৌধুরী মিয়া নিহত হন। ঘটনার পর পর চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান ঘটনাস্থলে এসে চৌধুরী মিয়ার লাশ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে চৌদ্দগ্রাম থানায় নিয়ে যান।