দিনাজপুরে কার্ভাড ভ্যান থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প সদস্যরা গতকাল শনিবার রাতে একটি কার্ভাড ভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় ভ্যানের চালক নূর হোসেন (২২) ও সন্দেহভাজন গাঁজা বহনকারী আব্দুর রহিমকে (৩৩) আটক করেছে।
র্যাব জানায়, কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় ৬০টি গাঁজার প্যাকেট লুকানো ছিল। কার্ভাড ভ্যানটির আগে পেছনে লেখা ছিল জরুরি কৃষি উপকরণ সরবরাহকারী।
র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মহিউদ্দিন আহম্মেদ জানান, গাড়ির নম্বর ও ঠিকানা ভুয়া। কুমিল্লার মাদক ব্যবসায়ী মনির হোসেন গাড়ির মালিক ইব্রাহিমের সহযোগিতায় শুধু মাদক পরিবহনে ভ্যানটি তৈরি করেছে।
র্যাব কমান্ডার জানান, এই গাঁজা কুমিল্লা থেকে দিনাজপুর আনা হচ্ছিল। শনিবার রাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়ে গাড়িটি আটক করা হয়। এই গাঁজা দিনাজপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রফিকের আখড়ায় পৌঁছে দিতে আনা হচ্ছিল বলে তিনি দাবি করেন।