কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ একজন আটক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর এলাকা থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব।
কুষ্টিয়া র্যাব-১২-এর কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে র্যাব সদস্যরা মথুরাপুর বাসস্ট্যান্ড এলাকায় আমান উল্লাহ সরদার (২৮) নামের এক ব্যক্তির শরীরে তল্লাশি চালায়। এ সময় তাঁর লুঙ্গিতে গুঁজে রাখা একটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, দুটি খালি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব জানায়, আমান উল্লাহ বাহিরমাদি গ্রামের আবদুর রাজ্জাক সরদারের ছেলে। তিনি অস্ত্র ব্যবসা করেন।