খাল থেকে তিন নবজাতকের লাশ উদ্ধার
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের একটি হোস্টেলের পাশের খাল থেকে তিন নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।
urgentPhoto
শিশুদের মধ্যে দুটি মেয়ে, একটি ছেলে। এখন পর্যন্ত এগুলোর দাবিদার পাওয়া যায়নি। সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশগুলোকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট হোস্টেলের পাশ দিয়ে শহরের পানিনিষ্কাশনের একটি খাল রয়েছে। খালের পানি নিচে নেমে যাওয়ায় লাশ তিনটি পাড়ে কাদায় আটকে যায়।
সকালে কর্মস্থলে যাওয়ার পথে লাশগুলো নজরে পড়ে গণমাধ্যমকর্মী মাসুদ রানার । পরে তিনি পুলিশকে বিষয়টি জানান ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ‘এলাকার লোকজন ফোন করে আমাদের খবরটা জানিয়েছে। আমি পুলিশ পাঠিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, কোনো ক্লিনিকে গর্ভপাত ঘটিয়ে লাশ তিনটি খালে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নিরুপম নাগ বলেন, ‘আমরা দুইটা মেয়ে আর একটা ছেলে পাইসি। তো, আমরা এখন সুরতহালের জন্য নিয়ে যাচ্ছি। পোস্টমর্টেম (ময়নাতদন্ত) করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’