নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী পশর আলীকে (৫৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল হামিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
পশর আলীর বাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। দাম্পত্য কলহের জেরে ২০০৫ সালের ২ নভেম্বর গভীর রাতে ঘুমের মধ্যে তিনি স্ত্রী হালিমা খাতুনকে (৪৫) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আজম খান জানান, সাত সন্তানের জননী হালেমা খাতুনের সঙ্গে পশর আলীর অভাবের সংসারে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এই কলহের জেরে তিনি স্ত্রীকে হত্যা করেন।
আজম খান আরো জানান, এ নিয়ে পশর দম্পতির বড় ছেলে মতি মিয়া বাদী হয়ে ঘটনার পরদিন কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেয়।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন সমীর কান্তি সরকার।