চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতির ইন্তেকাল
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল ওহাব মল্লিক (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন) । মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে আজ সোমবার সকাল ৭টায় তিনি মৃত্যুবরণ করেন।
আবদুল ওহাব মল্লিক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আজ সোমবার চুয়াডাঙ্গার সব আদালতের কার্যক্রম স্থগিত রাখা হয়।
মরহুমের স্ত্রী নূর ই আলম মোর্শেদা জানান, গত ৯ আগস্ট চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে কর্তব্য পালনের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন আবদুল ওহাব মল্লিক। তাঁকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও পরে ঢাকার হাসপাতালে নেওয়া হয়।
আবদুল ওহাব মল্লিক ১৯৮০ সালে চুয়াডাঙ্গা বারে যোগ দেন। তিনি এর আগে একাধিকবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।