নবীগঞ্জে বিএনপির সভামঞ্চ ভেঙে ফেলল পুলিশ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বরে বিএনপি সভামঞ্চ ভেঙে ফেলেছে পুলিশ।
আজ সোমবার সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে কিবরিয়া চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পথসভার আয়োজন করেন। এজন্য কিবরিয়া চত্বরে একটি সভা মঞ্চ তৈরি করা হয়।
সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা ওই চত্বরে জড়ো হয়ে অবস্থান নিলে পুলিশ এসে প্রশাসনের অনুমতি না নিয়ে মঞ্চ তৈরি করার কারণে মঞ্চ ভেঙে ফেলে। এতে পথসভা ভণ্ডুল হয়ে যায়। পরে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে দীর্ঘ লাইন ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বেলা ৩টার দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আউশকান্দি কিবরিয়া চত্বর অতিক্রম করেন। এ সময় দলের নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানান।
এ সময় নবীগঞ্জ-বাহুবলের সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া, পৌর মেয়র আলহাজ ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, প্রশাসনিক অনুমতি না থাকা ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে এবং বিএনপি নেত্রীর নিরাপত্তার স্বার্থে তাদের নির্মিত সভা মঞ্চ ভেঙে ফেলার অনুরুধ জানালে তারা তাঁদের মঞ্চ তুলে নেন।
এ ব্যাপারে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ শেখ সুজাত মিয়া বলেন, ‘পুলিশের বাধার কারণে আমরা পথসভা করতে পারিনি। আমাদের স্টেজ ভেঙে ফেলা হয় এবং মাইক খুলে নেওয়া হয়। রাতে আমাদের প্রচারণার গাড়িসহ মাইক থানায় নিয়ে যাওয়া হয়। আমরা বারবার পুলিশকে অনুরোধ করেও কোনো অনুমতি পাইনি।’