বান্দরবান ছাত্রদল : একে অপরকে বহিষ্কার
বান্দরবানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান এবং সহ-সভাপতি হাবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার দুপুরে বান্দরবান বাজারে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল জরুরি সভায় এ সিদ্ধান্তের কথা জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহসভাপতি ইয়াছিনুল হক রিপন, জাহেদুল হক ছোট্টু, যুগ্ন সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন জিকু, প্রচার সম্পাদক শাহাদাত হোসেনসহ সংগঠনের সম্পাদক মণ্ডলীর সদস্যরা।
এ ব্যাপারে জেলা ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েল বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের মধ্যে নৈরাজ্যসৃষ্টিসহ সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতিকে বহিষ্কার করা হয়েছে। সম্পাদক মণ্ডলীর জরুরি সভায় সর্বসম্মতিক্রমে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরদিকে আজ সোমবার বিকেলে চৌধুরী মার্কেটে বিএনপির অস্থায়ী কার্যালয়ে বহিষ্কৃত সহসভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ছাত্রদলের অপর অংশ জরুরি সভা ডেকে জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলকে ক্ষমতাসীনদল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুযোগ-সুবিধা গ্রহণ এবং সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সভাপতি পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেয়। সভায় জেলা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান, সহসভাপতি হাইনু মং মারমা, জিয়া উদ্দিন, যুগ্ন সম্পাদক ওমর ফারুক রাশেদ সহসম্পাদক মণ্ডলীসহ একাংশের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি হাবিবুর রহমান বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদকের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়েপড়া এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রমাণ রয়েছে। একই অভিযোগে সম্প্রতি ছাত্রদলের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অনাস্থা দেন।