নেত্রকোনায় ট্রাকচাপায় ফেরিওয়ালা নিহত
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর-ময়মনসিংহ সড়কে উৎরাইল বাজারে বালুবোঝাই ট্রাকের চাপায় এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেলে দুর্ঘটনায় নিহত ফেরিওয়ালা সাজুল মিয়া জেলার পূর্বধলা উপজেলার জারিয়া চাকুয়ারপাড়া গ্রামের কুশাল মিয়ার ছেলে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সাজুল মিয়া ফেরি করে উৎরাইল বাজারের রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮২০৯) চাপা দিলে ঘটনাস্থলে মাথা থেঁতলে মারা যান সাজুল। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে নওয়াপাড়ায় ট্রাকটি ফেলে রেখে ড্রাইভার পালিয়ে যায়। পরে ট্রাকটি মোটর পরিবহনের শ্রমিকদের সহায়তায় দুর্গাপুর পুলিশ তাদের হেফাজতে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।