কুয়াশায় পিরোজপুরে ফেরি চলাচল ব্যাহত
ঘন কুয়াশার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া-কুমিরমারা এবং টগড়া-চরখালী রুটের ফেরি চলাচল।
এর ফলে ফেরিঘাটের দুই পাড়ে খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক রুটে এবং খুলনা-পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা রুটে চলাচলকারী কয়েকশ যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে।
ফেরি চলাচলের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, ঘন কুয়াশার কারণে রাত ১০টার পর থেকেই ফেরি বন্ধ করে রাখতে হচ্ছে। সকালে কুয়াশা না কমা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। এতে দীর্ঘ ১০-১২ ঘণ্টা ফেরিঘাটের দুই পাড়ে অপেক্ষা করতে হয় ঘাট দুটি থেকে চলাচলকারী যানবাহনগুলোকে।
তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে খুলনা-পিরোজপুর-বরিশাল রুটে চলাচলকারীদের।