নেশার টাকা না পেয়ে মাকে খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পলাশিয়া গ্রামে গতকাল মঙ্গলবার রাতে জোসনা বেগম (৭০) নামের এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ জোসনার ছেলে জয়নালকে (৩২) আটক করেছে।
নিহত জোসনা বেগম নান্দাইলের বেতাগৈর ইউনিয়নের পলাশিয়া গ্রামের মৃত আসির উদ্দিনের স্ত্রী।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ এনটিভি অনলাইকে জানান, জয়নাল নেশাখোর। নেশার টাকা না পেয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে জয়নাল তাঁর মা জোসনাকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নালকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জোসনা বেগমের ছেলে আবদুল কুদ্দুস হত্যা মামলা করেছেন। মামলায় জয়নালকে একমাত্র আসামি করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।