মেঘনায় ডুবে দুই বোনের মৃত্যু
নরসিংদী সদর উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের কাউরিয়াপাড়া পাথরঘাট এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, কাউরিয়াপাড়া এলাকার জামাল মিয়ার দুই মেয়ে নূরজাহান বেগম (৩) ও হালিমা বেগম (২)।
পরিবারের লোকজন জানায়, দুপুরের দিকে শিশু নূরজাহার ও হালিমা বাড়ির অদূরে মেঘনা নদীর পাথরঘাটে খেলতে যায়। খেলার একপর্যায়ে তারা নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করে। এরই মধ্যে নদীতে নূরজাহানের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পর অপর বোন হালিমার লাশ ভেসে উঠে।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
শিশুদের বাবা জামাল মিয়া বলেন, ‘আমাদের ধারণা, খেলতে গিয়ে প্রথমে একজন নদীতে পড়ে গেলে অপরজন তাঁকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে যায়। কিন্তু ওই সময় চারপাশে লোকজন না থাকায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।