সাঙ্গু থেকে নটর ডেম ছাত্রের লাশ উদ্ধার
বান্দরবানের সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর নটর ডেম কলেজ ছাত্র অনিলা ত্রিপুরার (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বান্দরবান বাজারের পাশে সাঙ্গু নদী থেকে তাঁর লাশ ভেসে উঠে।
অনিলা ত্রিপুরা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) দ্বিতীয় বর্ষের ছাত্র এবং রোয়াংছড়ি উপজেলার আমতাহাপাড়ার বাসিন্দার হানাচন্দ্র ত্রিপুরা ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বান্দরবান ইউনিট কর্মকর্তা রণবীর দাশ জানান, অনিলা জেলা শহরের কালাঘাটায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। শনিবার পর্যন্ত কয়েক দফায় নদীর বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান না পাওয়ায় অভিযান বন্ধ করে দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ভূইয়া জানান, স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধারের পর ছাত্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।