ময়মনসিংহে এমপি বদির বিরুদ্ধে মানববন্ধন
কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির হাতে উখিয়া উপজেলা প্রকৌশলী মোস্তফা মিনহাজ লাঞ্ছিত হওযার প্রতিবাদে ময়মনসিংহে প্রকৌশলীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) কেন্দ্রের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আইইবি ময়মনসিংহ কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল মজিদ, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, প্রকৌশলী আব্দুল হালিম, কামরুজ্জামান, আরিফুর রহমান প্রমুখ। বক্তারা এমপি আবদুর রহমান বদির শাস্তি দাবি করেন।
গত ১২ আগস্ট কক্সবাজারের উখিয়া উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মোস্তফা মিনহাজকে তাঁর কার্যালয়ে ঢুকে বেধড়ক মারধর করেন আওয়ামী লীগদলীয় আলোচিত সংসদ সদস্য আবদুর রহমান বদি।