কুমিল্লায় দুই বিএসএফ সদস্য আটক, পরে হস্তান্তর
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্যকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে বৌয়ারা বাজার সীমান্ত এলাকার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির কমান্ডিং কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোখলেছুর রহমান জানান, আজ সকালে ভারতের বলেরডিবা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের বৌয়ারা বাজার সীমান্ত এলাকার লক্ষ্মীপুর গ্রামে ঢুকে পড়লে গ্রামবাসী তাদের আটক করে। পরে আটক ভারতীয় দুই জোয়ানকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
রাত পৌনে ৯টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বিএসএফের কমান্ডেন্ট কুলদেব সিংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।