কুমিল্লায় শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার ২
কুমিল্লার শহরের শুভপুরে রোববার সকালে দুই সন্ত্রাসী দলের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হলেন পিন্টু ও নাছির।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, চার বছরের শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলার পর পুলিশ আজ সন্ধ্যায় শুভপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মামলার প্রধান আসামি নাজিমের দুই সহযোগী পিন্টু ও নাছিরকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি নাজিমকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে রোববার গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালের চিকিৎসকরা হৃদয়ের পেট ও হাত থেকে গুলি বের করে। তার ডান হাতটি ভেঙে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। হৃদয়ের চিকিৎসার জন্য কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার অর্থিক সহায়তা দিয়েছেন।