পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে বান্দরবানে হাট-বাজার বর্জন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জনসংহতি সমিতির (জেএসএস) অসহযোগ আন্দোলনের ডাকে বান্দরবানে হাট-বাজার বর্জন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। চুক্তি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জেএসএস নেতারা।
চুক্তি বাস্তবায়নে জনসংহতি সমিতির অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে হাট-বাজার বর্জন কর্মসূচির কারণে বান্দরবানের জেলা শহরের মধ্যমপাড়া, উজানীপাড়াসহ সাত উপজেলায় পাহাড় অধ্যুষিত এলাকাগুলোতে হাট-বাজার এবং দোকানপাট বন্ধ রয়েছে। কর্মসূচি সফল করতে জেএসএসের নেতাকর্মীরা পাড়া-মহল্লায় বিচ্ছিন্নভাবে অবস্থান নিয়েছেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেএসএসের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জলিমং মারমা জানান, শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে জেলার সাত উপজেলায় শান্তিপূর্ণভাবে হাট-বাজার বন্ধ কর্মসূচি চলছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ব্যতিক্রমী এ কর্মসূচি নেওয়া হয়েছে। চুক্তি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ভূঁইয়া জানান, এই পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন রয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।