হাবিবুল বাশার সুমনের কুষ্টিয়ার বাড়িতে চুরি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক কাজী হাবিবুল বাশার সুমনের কুষ্টিয়ার বাসভবনে চুরি হয়েছে। চোরেরা তাঁর পৈতৃক ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বর্ণালংকার, টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে যায়।
পুলিশ ও সুমনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের পেয়ারাতলায় বাড়ির দ্বিতীয় তলায় সুমনের মেজো ভাই কাজী ইকরামুল বাশার তুহিনের ফ্ল্যাটের তালা ভেঙে শয়নকক্ষের আলমারি খুলে সেখানে থাকা ১০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল খোয়া যায়।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক কিংবা খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
কাজী ইকরামুল বাশার তুহিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক গোলকিপার।
এদিকে যমুনা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি মওদুদ রানার কুষ্টিয়া কোর্টপাড়ার বাসা থেকে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ খোয়া গেছে।