বেগমগঞ্জ ভূমি কার্যালয়ে আগুন
নোয়াখালীর বেগমগঞ্জ ভূমি কার্যালয়ে আজ বুধবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের স্থায়ী বন্দোবস্ত, খতিয়ান খাজনা, জমা-খারিজ, একসনা লিজ, মিসকেস কপিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া কম্পিউটার ও মূল্যবান জিনিসসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা ও সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও বলেন, ‘অফিসের জানালা খোলা থাকায় দুর্বৃত্তরা ভোরে এ ঘটনা ঘটাতে পারে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে কি না, সে বিষয়েও আমরা তদন্ত করে দেখব।’
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে প্রয়োজনীয় কাগজপত্র ও কম্পিউটার পুড়ে যাওয়া ছাড়াও দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চৌমুহনী ফায়ার সার্ভিস এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্যাপশন
নোয়াখালীর বেগমগঞ্জ ভূমি কার্যালয়ে আজ বুধবার ভোরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের স্থায়ী বন্দোবস্ত, খতিয়ান খাজনা, জমা-খারিজ, একসনা লিজ, মিসকেস কপিসহ গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে। ছবি : এনটিভি