ময়মনসিংহে যুবক খুন
ময়মনসিংহ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক যুবককে দেশীয় অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বোররচর মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক (৩৫) এই গ্রামের রজব আলীর ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মৃধাপাড়া খেয়াঘাটে এমদাদুল হকের সঙ্গে তাঁর চাচা আব্দুল মান্নানের কথাকাটি হয়। এরপর আব্দুল মান্নান বাড়ি ফিরে বিষয়টি পরিবারের লোকজনকে জানায়। তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এমদাদুলের ওপর হামলা চালায়। এ সময় বুকে আঘাত পেয়ে এমদাদুল ঘটনাস্থলেই মারা যান।
বোররচর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন বুদু জানান, এমদাদুল হক ও আব্দুল মান্নানের বাড়ি পাশাপাশি। এরা একই গোষ্ঠীর লোক।
রাতে ঘটনাস্থল থেকে সদর থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এনটিভি অনলাইনকে জানান, ঘটনার পর থেকেই জড়িতরা পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, পারিবারিক কারণে খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।