বান্দরবানে আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেলেন ইসলাম বেবী
বান্দরবানে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসলাম বেবীকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে বান্দরবান বাজারে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা মারমার সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, এ কে এম জাহাঙ্গীর, মংওয়ে প্রু মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরীসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বহিষ্কারের পর সংগঠনের কর্মকাণ্ড চালাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসলাম বেবীকে জেলা আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রগতিশীল রাজনীতিবিদ ইসলাম বেবীর হাত ধরেই সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠবে আওয়ামী লীগ।
ইসলাম বেবী বলেন, ‘জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধাণ সম্পাদকের দায়িত্ব আমার জন্য একটি চ্যালেঞ্জ। দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনে মাঠপর্যায়ে সংগঠনের উন্নয়নে কাজ করে যাব।’
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৩ জুলাই জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈ হ্লা মারমার সভাপতিত্বে জরুরি সভায় জেলা কমিটির ৭১ জন সদস্যের মধ্যে ৬৩ জন সদস্যের সম্মতিক্রমে সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মজিবুর রহমানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত রেজুলেশন আকারে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রীর কাছে পাঠানো হয়েছে।