নেত্রকোনায় পুলিশের বৃক্ষরোপণ
নেত্রকোনায় পুলিশের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান। ‘পাহাড় সমতল উপকূলে গাছ লাগাই সবাই মিলে’-এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার সকালে জেলা পুলিশ লাইন প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
এ সময় পুলিশ সুপার বলেন, বৃক্ষ মানবজীবনের অন্যতম অনুষঙ্গ। প্রাকৃতিক বিপর্যয় রোধে বৃক্ষের রয়েছে অন্যন্য ভূমিকা। অধিক গাছ লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের প্রমুখ। পুলিশ লাইন প্রাঙ্গণে বনজ, ফলদ, ওষুধিসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
এর আগে মদন থানা পুলিশের উদ্যোগে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত নিরাপদ সমাজ গঠনের জন্য থানা হল রুমে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে।
এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সাধারণ লোকজনের উপস্থিতিতে এ কর্মসূচিতে বক্তব্য দেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন মদন উপজেলা চেয়ারম্যান এম এ হারেছ, পৌরসভা মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক, সহকারী পুলিশ সুপার শফিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম প্রমুখ।