৫০০ টাকার জন্য ছুরিকাঘাতে যুবককে হত্যা!
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে শহরতলির কামড়াপুর খোয়াই ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত রাসেল জেলার বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, দানিয়ালপুর এলাকার দীপকের কাছে সোহাগ ৫০০ টাকা পেতেন। সোহাগ গতকাল সন্ধ্যায় দীপককে ফোন করে আসতে বলেন। দীপক তাঁর বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে কামড়াপুর এলাকায় যায়।
এ সময় পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল ও সোহাগ গুরুতর আহত হন।
তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুর রহমান সোহাগ রাসেলকে মৃত ঘোষণা করেন।