ময়মনসিংহে আসামি ছিনতাইয়ের ঘটনায় দুই মামলা
ময়মনসিংহের পাগলা থানা এলাকায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
গতকাল বুধবার রাতে পাগলা থানায় দুটি মামলা করা হয়। এর মধ্যে অস্ত্র আইনের মামলায় আসামি করা হয়েছে পাগলা থানার উস্থি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহম্মেদ ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন ওরফে আলমকে। এ ছাড়া পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগ নেতা মনিরসহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মামলা হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম কয়েকজন পুলিশ কনস্টেবল নিয়ে কান্দাপাড়া এলাকায় টহলে যান। এ সময় সন্দেহবশত কান্দাপাড়া মসজিদ মোড়ে রাসেল ও আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশি চালায় পুলিশ। এ সময় রাসেলের কাছ থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করে দুজনকে আটক করা হয়। রাত সাড়ে ৯টার দিকে আটক ব্যক্তিদের রিকশা করে থানায় নেওয়ার পথে কান্দিপাড়া বাজার কলেজের সামনে আওয়ামী লীগ নেতা মনিরের নেতৃত্বে আসামিদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।