টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড়ধস, শিশু নিহত
টানা বৃষ্টিপাতে বান্দরবানে পাহাড়ধসে সাজিদ হোসেন (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের নিউ গুলশান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ জানান, নিউ গুলশান এলাকায় পাহাড়ধসে দীন ইসলামের বাড়ি মাটিচাপা পড়ে। এতে দীন ইসলামের ছেলে সাজিদ হোসেন ঘটনাস্থলে মারা যায়। মাটি চাপা পড়েন তাঁর শাশুড়ি শৈ মে মারমা (৫০)। পরে শৈ মে মারমাকে উদ্ধার করতে গিয়ে মিনু বেগমসহ দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। এঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানান, জেলার সাত উপজেলায় ভারি বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। প্রশাসনের উদ্যোগেও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে।
অপরদিকে ভারি বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে কয়েকশ বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যায়। গত ২ মাসের মাথায় পরপর চারবারের বন্যায় সাধারণ মানুষের চরম দুর্ভোগের পাশাপাশি আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লোকজন বিভিন্ন স্কুলে আশ্রয় নিতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ছাড়া বনরূপা এলাকায় পাহাড়ধসে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।