অজ্ঞাতপরিচয়ের যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ছোট দুধপাতিলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, দুধপাতিলা গ্রামের ইসমাইল বিশ্বাসের আমবাগানে এক যুবকের লাশ ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তাঁর পরনে চেক লুঙ্গি ও হাফ চেক শার্ট রয়েছে। গায়ের রং ফর্সা। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানান।