স্কুলের মাঠে জল, শিক্ষার্থীদের দুর্ভোগ
কুমিল্লার চান্দিনা উপজেলার চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ এ জন্য পৌরসভাকে দোষারূপ করছে। তাদের মতে, পরিকল্পিত ড্রেন না থাকায় এবং পাশে অপরিকল্পিত আবাসিক ভবন গড়ে উঠায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. কাউছারুজ্জান এনটিভি অনলাইনকে জানান, বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এক হাজার ৩৫৮ জন। শিক্ষক ১৩ জন। শ্রেণিকক্ষ রয়েছে ১০টি। বিদ্যালয়ের মাঠ সংকটের কারণে শ্রেণিকক্ষে দৈনিক সমাবেশ করতে হয়।
এখন মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীরা পানি ভেঙে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। এটা অনেক পীড়াদায়ক।
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে পতিত জমিতে অপরিকল্পিতভাবে আবাসিক ভবন গড়ে উঠায় পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। ফলে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মনির খন্দকার এনটিভি অনলাইনকে জানান, চান্দিনা পৌরসভার দায়িত্বহীনতার কারণে মাস্টার ড্রেন না করায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা বিদ্যালয় মাঠে কয়েকবার মাটি দিয়ে ভরাট করেছি, কিন্তু পানি সরার জায়গা নেই। আরো মাটি ফেললে পানি শ্রেণিকক্ষে গিয়ে উঠে যাবে।
ব্যবস্থাপনা পর্ষদ সভাপতি আরো বলেন, শুধু চান্দিনা প্রাথমিক বিদ্যালয় নয়, চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিও পানিতে ডুবে আছে। এতে ঠিক মতো খেলাধুলাও করতে পারছে না শিক্ষার্থীরা। আমরা চাই পৌরসভা দ্রুত এর ব্যবস্থা নেবে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জাফরুল্লাহ এনটিভি অনলাইনকে বলেন, স্কুলের আশপাশের ছোটখাটো ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আর্থিক সমস্যার কারণে এ ব্যাপারে এখন কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না।
তবে কাউন্সিলর জানান, চান্দিনা পৌরসভার উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে ৩০০ কোটি টাকার একটি চুক্তি হয়েছে। সেখান থেকে বরাদ্দ পেলে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে।