নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো নয়জন। আজ বুধবার দুপুরে উপজেলার কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে তাদের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, একটি ট্রাক বগুড়া থেকে আলু নিয়ে দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। আরেকটি মিনিট্রাক ফরিদপুরের আটরশি পীরের মাজার থেকে ভক্তদের নিয়ে রংপুরে যাচ্ছিল। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিনিট্রাকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ১২ জন আহত হয়। আহতদের প্রথমে উপজেলার বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি মনিরুল ইসলাম।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) বদিউজ্জামান জানান, হাসপাতালে আনার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা।