খুলনায় আটক ৫০
খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত নগরের আট থানার পুলিশ তাদের আটক করে।
আজ বুধবার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার মনিরুজ্জামান এনটিভি অনলাইনকে জানান, গতকাল মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত কেএমপির আট থানায় অভিযান চালিয়ে মোট ৫০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।