জনগণ মধ্যবর্তী নির্বাচন চায় না : চিফ হুইপ
বিএনপি দাবি করলেও দেশের মানুষ এখন মধ্যবর্তী নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
আজ শুক্রবার বিকেলে মংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত পেট্রোম্যাক্স লিমিটেড নামক একটি তেল প্রক্রিয়াজতকরণ কোম্পানি পরিদর্শনে গিয়ে চিফ হুইপ এ কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি-এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, পেট্রোম্যাক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
আ স ম ফিরোজ বলেন, সরকার যেভাবে দেশ এবং মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তাতে মানুষের মধ্যে এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচনের কোনো দাবি ও প্রশ্ন নেই। যারা নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছে, তাদের পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। জনগণ এখন মধ্যবর্তী নির্বাচন চায় না।