জঙ্গিবাদী ও আগুন-সন্ত্রাসীদের ছাড় দিয়ে আলোচনা নয় : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জঙ্গিবাদী ও আগুন-সন্ত্রাসীদের একচুল ছাড় দিয়ে কোনো আলোচনা হবে না বাংলাদেশে।’
আজ বুধবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলায় রেডিও মেঘনার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাস ও জঙ্গিবাদী নাশকতার মূল পরিকল্পনাকারী খালেদা জিয়া ও তারেক। তাই খালেদা জিয়া ও তারেকের সাথে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে আলোচনা অর্থহীন। তিনি আরো বলেন, ‘আমি কোনো রাজনৈতিক কর্মসূচি আটকাচ্ছি না। প্রশাসন কেবল আগুন-সন্ত্রাসী, জঙ্গিবাদী নাশকতা দমন করছে।’
চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল করিম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দীন প্রমুখ।
এর আগে মন্ত্রী ফিতা কেটে রেডিও মেঘনা, করিমজান মহিলা ফাজিল মাদ্রাসা ও ফাতেমা মতিন মহিলা কলেজের ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।