প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ১
নিখোঁজের এক মাস পরও উদ্ধার করা যায়নি মাদারীপুরের কালকিনি পৌর এলাকার এক কিশোরীকে। ওই কিশোরীকে অপহরণের অভিযোগে গত বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ থেকে দেলোয়ার হোসেন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা কালকিনি থানায় মামলা করেছেন। দেলোয়ারকে গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
অপহৃত কিশোরীর বাবা জানান, আত্মীয়তার সুবাদে গত ১৮ জুলাই ঈদুল ফিতরের দিন রাজৈর উপজেলার আমগ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রুবেল ও পলাশ এবং তারা মিয়ার ছেলে রাসেল ও উজ্জ্বলের সঙ্গে তাঁর মেয়ের পরিচয় হয়। তখন থেকে তারা মেয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলে। ঈদের চারদিন পর হঠাৎ তাঁর মেয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি। কিন্তু গত ১৮ আগস্ট মুঠোফোনে তার মেয়ে জানায়, প্রেমের ফাঁদে ফেলে তাকে অপহরণ করা হয়েছে। রুবেল, পলাশ, রাসেল ও উজ্জ্বল তাকে অপহরণ করে পাচারের চেষ্টা করছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, কিশোরী যে মুঠোফোন থেকে তার বাবার সঙ্গে কথা বলেছে, তা ট্রেকিং করে ঢাকার কেরানীগঞ্জ থেকে রুবেল ও পলাশের বাবা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে বলে এসআই জানান।