চুয়াডাঙ্গায় সিআইডির জেলা ক্যাম্প উদ্বোধন
চুয়াডাঙ্গায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেলা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সিআইডির প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন আজ শনিবার বেলা ১২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ওপরে তিনতলায় নির্মিত ভবনটি উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে শেখ হিমায়েত হোসেন স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, সিআইডিকে নিয়ে হতাশার কোনো কারণ নেই। এখনকার সিআইডি অনেক আধুনিক, অনেক উন্নত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, একুশে আগস্টের গ্রেনেড হামলা, বিডিআর হত্যাকাণ্ডসহ দেশের সব চাঞ্চল্যকর মামলা সফলভাবে তদন্ত সম্পন্ন করেছে সিআইডি। বর্তমানে দুই বছরের অধিক তদন্তাধীন মামলার সংখ্যা দুই শতাংশেরও কম।
বৈঠকে অন্যান্যের মধ্যে সিআইডি যশোর-কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. শামসুল আলম ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফিউল্লাহ, সিআইডির সহকারী পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদসহ জেলা পুলিশ, সিআইডির চুয়াডাঙ্গা ও মেহেরপুর এলাকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা সিআইডিতে বর্তমানে তিনজন পরিদর্শক, দুজন উপপরিদর্শকসহ ১৬ সদস্য কর্মরত রয়েছেন। বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মিত হয়েছে