বিমান বিধ্বস্ত : শ্রীপুরের দুজন নিখোঁজ, তিনজন হাসপাতালে
নেপালে ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানে ছিলেন গাজীপুরের শ্রীপুরের নগর হাওলা গ্রামের ফারুক ও মেহেদী হাসান দম্পতির পাঁচ সদস্য। তাদের পরিবারের দাবি, তিনজন হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও দুজন নিখোঁজ রয়েছেন। নেপালের হাসপাতাল থেকে বাড়িতে মুঠোফোনে মেহেদী হাসান কথাও বলেছেন।
আজ সোমবার দুপুরে এ ঘটনা অন্তত ৫০ জন আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।
বিধ্বস্ত বিমানের যাত্রী মেহেদী হাসানের মামাতো ভাই সাংবাদিক তাজুল ইসলাম সানি জানান, রাত সাড়ে ৮টার দিকে নেপাল থেকে মেহেদী হাসান মাসুমের সঙ্গে তিনি মুঠোফোনে কথা বলেছেন। মেহেদী হাসান মাসুম জানান, তিনি নিজে ও তাঁর স্ত্রী সৈয়দা কামরুন্নাহার স্বর্ণা ও আলমুন নাহার এ্যানি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ফারুক আহমেদ ও ফারুক আহমেদের তিন বছর বয়সী শিশু তামাররা প্রিয়র কোনো খোঁজ পায়নি বলে জানিয়েছেন তিনি।
বিধ্বস্ত হওয়া ইউএস-বাংলার বিমানে ফারুক ও মেহেদী হাসান মাসুমের পরিবারের ওই পাঁচজন ছিলেন। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই। তাদের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে। ফারুক পেশায় ফটোগ্রাফার, মেহেদী হাসান পেশায় ব্যবসায়ী।