বান্দরবানে গৃহবধূ খুন, স্বামী গ্রেপ্তার
বান্দরবানে মরিয়ম বেগম (২৫) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। আজ শনিবার দুপুরে জেলা সদরের ফ্রেন্সিঘোনা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মরিয়মের স্বামী মো. ইসমাইলকে (৩২) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নিহত গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় থানায় একটি হত্যামামলা করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ইসমাইলকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহতের শরীরের আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।