কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাতজন আহত হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে। আহত তিনজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার ঘোড়ামারা নামক স্থানে স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমনের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে সাতজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঁরা হলেন ভজু শেখের ছেলে রুবেল (২৩), ইজারতের ছেলে জশারত (৪৫) ও আলিমদ্দির ছেলে আমির আলী (৬০)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, ঘটনার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
গত ২০ আগস্ট সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ছেলে কলিংস ও ভাতিজা লোটন চৌধুরীর নেতৃত্বে যুবলীগের কর্মীরা রিফায়েতপুরে বিদ্যালয়ের নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের সময় হামলা চালিয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি ডা. শরীফ ও রিফায়েতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাজাহান আলীকে আহত করে। এর পর থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।