দাউদকান্দিতে ফেনসিডিল ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
কুমিল্লার দাউদকান্দি থেকে আজ শনিবার ভোরে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-২৭৪০) তল্লাশি চালিয়ে দুই হাজার ১০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ। তাঁরা জুতার ভেতর ও অন্তর্বাসে করে এ ইয়াবা বড়িগুলো নিয়ে যাচ্ছিল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৩০) ও কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে আবুল বাশার (৩০)।
এদিকে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির একটি সিএনজি স্টেশনের কাছে একটি প্রাইভেটকারের (চট্ট মেট্রো-ক- ১১-০২০২) গতিবিধি দেখে হাইওয়ে পুলিশের সন্দেহ হলে পুলিশ গাড়িটি ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক দাউদকান্দি বিশ্বরোড ঈদগাহ মাঠের সামনে গাড়িটি রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় হাইওয়ে পুলিশ ১৯৫ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারটি জব্দ করে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।