যশোরে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
যশোর শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লোকনাথ দে (২১) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। আজ বুধবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যশোর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত লোকনাথ শহরের বেজপাড়া এলাকার কানাই লাল দের ছেলে। লোকনাথ শহরের ডা. আবদুর রাজ্জাক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়তেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাউবোর কার্যালয়ের সামনে একটি খাবারের দোকানে (ফাস্ট ফুডের) বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন লোকনাথ। এ সময় কয়েকজন যুবকের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা লোকনাথ ও তাঁর বন্ধু লিমুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বেলা পৌনে ২টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বেলা ২টার দিকে লোকনাথ মারা যান। আহত লিমুর অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, দুজনের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে লিমুর ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছে।
যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান মৃধা এনটিভি অনলাইনকে জানান, কী কারণে কারা ছুরি মেরেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।