নদী থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নেত্রকোনার আটপাড়া উপজেলার বিষনাই নদী থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুখ আহম্মেদ জানান, উপজেলার ভরতোষী গ্রাম এলাকায় বিষনাই নদী থেকে উদ্ধারকৃত ওই যুবকের আনুমানিক বয়স ২০ থেকে ২২ বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নদীর কিনারে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, যুবকের পরনে টি-শার্ট ও প্যান্ট ছিল। দুই-তিন দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশটি বস্তায় ভরে নদীতে ফেলে রাখে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ রোববার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।